রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৪ , ৮:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বান্দরবানে পর্যটনবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নব (২৪) এর মৃত্যু হয়েছে। ২০ জানুয়ারী (শনিবার) সকালে বান্দরবানের রুমার বগালেক দার্জিলিং পাড়া এলাকায় সড়কে একটি চাঁদের গাড়ি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। রবিবার ২১ জানুয়ারি বিকালের দিকে রৌমারী কেরামতিয়া আদর্শ ফাযিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে রৌমারী কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
দরিদ্র পরিবারের আশার আলো মেয়ে জয়নবকে হারিয়ে বাবা আব্দুল জলিলসহ গোটা পরিবার দিশেহারা হয়ে পড়েছে। মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিহত জয়নবের এলাকা ও পরিবারে। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কাঠমিস্ত্রী আব্দুল জলিল মিয়ার ছোট মেয়ে জয়নব খাতুন। সে ঢাকা বিশ^বিদ্যালয়ের অপরাধ বিদ্যা বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
জানা যায়, জয়নবের বড় ভাই মেহেদী হাসান বাবু বলেন, কোনো প্রকার প্রাইভেট-কোচিং ছাড়াই প্রত্যন্ত গ্রাম-অঞ্চল ও অস্বচ্ছ পরিবার থেকে মেধার পরিচয় দিয়েছিল জয়নব। সে আমাদের একমাত্র আশার আলো ছিল। তাকে নিয়ে আমাদেরও অনেক স্বপ্ন ছিল। এই বোনটি পৃথিবী ছেড়ে এভাবে চলে যাবে তা কখনও ভাবতে পারিনি। জয়নব খাতুনের মা জুলেখা বেগম ও বাবা আব্দুল জলিলের সাথে কথা বলতে চাইলে, পাগল ভেসে কথা বলতে পারে না। জয়নবকে এক নজর দেখতে হাজারও মানুষের ঢল নামে। আহাজারি করতে দেখা গেছে স্বজনদের। জয়নবের বান্ধবী নিলিমা আক্তার বলেন, ভ্রমণকন্যা নামে ট্যুরিস্ট গ্রুপে যুক্ত ছিল জয়নব। বান্দরবান থেকে ফেরার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। জয়নবের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।