চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৮ এপ্রিল ২০২৫ , ৪:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে,কোন চিন্তা নাই”শ্লোগানকে সামনে রেখে চিলমারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা ১২ টায়। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য প:প:কর্মকর্তা ডাক্তার মোঃ আমিনুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার প্রণয় কুমার বিষাণ দাস, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, সহ-অধ্যাপক রাশেদুল ইসলাম বাদল, জামায়াতে ইসলামী চিলমারী সাধারণ সম্পাদক ফজলুল করিম মিঠুন,চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু,চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম,ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন প্রমুখ।