এস এম রাফি ১৩ অক্টোবর ২০২৩ , ৫:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
অসমতার বিরুদ্ধে লড়াই করি দুযোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
শুক্রবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামন থেকে র্যালি বের হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোশাররফ হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান,ফ্রেন্ডশিপের মাহাবুব রহমান,সাপ্তাহিক যুগের খবরের সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার,চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সাওরাত হোসেন সোহেল, সাংবাদিক আলমগীর হোসেন,এস এম রাফি প্রমুখ।