এস এম রাফি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:৫৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
চিলমারীতে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মৌলিক প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিউট(এন আই এলজি)আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শনিবার ২৫ ফেব্রুয়ারী থেকে ২৭ তারিখ পর্যন্ত তিন দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ কোর্স শেষে সদন প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো মাহবুবুর রহমানের সভাপত্তিতে আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব রুকুনুজ্জামান শাহীন, বিশেষ অতিথি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান উপস্থিত ছিলেন। বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কুমার প্রণয় বিষাণ দাস, মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, প্রাণী সম্পদ কর্মকর্তা রাশিদুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষণে উপজেলান ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ১৮,ইউপি সদস্য ৫৪ জন ও ইউনিয়ন পরিষদ সচিব ৫ জন সহ মোট ৮৩ জন অংশ গ্রহণ করে পরে প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়।