বিবিধ

চিলমারীতে দুটি রাস্তার কাজের উদ্বোধন

  এস এম রাফি ৪ এপ্রিল ২০২৩ , ৬:৪০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কয়েক গ্রামের হাজারো মানুষের ভোগান্তি শেষ করতে শুরু হলো কাঁচা সড়ক পাঁকাকরণের কাজ। স্থানীয়রা জানায়, সড়কের বেহাল অবস্থা, এর উপর কাঁচা সড়ক শুকনো মৌসুমে চলাচল করা গেলেও বৃষ্টির সময় চলাচলের অযোগ্য হয়ে পড়ে এখন পাঁকা হলে এলাকাবাসির দীর্ঘদিনের স্বপ্ন পুরন হবে। স্থানীয়রা সড়ক মেরামত ও পাঁকা করণের কাজ শুরু হওয়ায় ওই এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ১২’শ৬০ মিটার ও ১১’শ৭০ মিটার দুটি পৃথক সড়ক মেরামত ও কার্পেটিং এর কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন।
রুকুনুজ্জামান শাহীন বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই এলাকার সমস্যা দীর্ঘ দিনের। বর্তমান সরকারে সুদৃষ্টিতে এসব ইন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। এ উপজেলার কোন রাস্তা যেন বেহাল বা খারাপ না থাকে সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি) জানায়, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে উপজেলার থানাহাট ইউনিয়নের বনবিভাগ থেকে রাজারভিটা মন্ডলপাড়া পর্যন্ত ১১’শ ৭০মিটার ও একই ইউনিয়নের জিতেন্দ্রনাথ হাউজ থেকে পুটিমারী কাজলডাঙ্গা সড়কে ১২’শ ৬০ মিটার সড়ক মেরামত ও পাঁকাকরণ (কার্পেটিং) এর কাজ শুরু হয়।

সড়কের কাজ উদ্বোধনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. ফিরোজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, ঠিকাদার মাহফুজার রহমান ও মো. মফিজল হক প্রমুখ।

উপজেলা প্রকৌশলী মো. ফিরোজুর রহমান বলেন, এ উপজেলার বেশ কিছু সড়ক মেরামতে জন্য প্রয়োজনীয় কাগজ পত্র উর্ধ্বতন কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে। আর আজ দীর্ঘদিনের দুটি কাঁচা সড়ক কার্পেটিং করার কাজ শুরু হয়েছে।