চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে জুলাই অভ্যুত্থানের হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম(২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার অপারেশন ডেভিল হান্ট চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইন চার্জ মুশাহেদ খান।
গ্রেপ্তার সাজেদুল উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা পাত্রখাতা ফুটব্রীজ এলাকার আইনুল হক মোল্লার ছেলে।
পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট চালিয়ে পতিত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সাজেদুল ইসলাম কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৯ ফেব্রুয়ারি থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি মুশাহেদ খান জানান, গ্রেপ্তার আসামীকে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) বিজ্ঞ আদালতে পাঠানো হবে।