সারাদেশ

চিলমারীতে পতাকা উত্তোলন করেনি বনবিভাগ

  এস এম রাফি ২০ আগস্ট ২০২৩ , ১:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সরকারি ছুটি না থাকলেও কুড়িগ্রামের চিলমারীতে এক সরকারি দপ্তরে পতাকা উত্তোলন করা হয় নি বলে অভিযোগ পাওয়া গেছে। 
ঘটনাটি ঘটেছে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের চিলমারী উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তার কার্যালয়ে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে তথ্য হালনাগাদ রাখার নির্দেশ
পতাকা ওঠানো হয়নি এমন অভিযোগের ভিত্তিতে রবিবার সকাল ১১: ৪০ মিনিটে ওই দপ্তরে গেলে পতাকা উত্তোলন করা হয় নি এর সত্যতা পাওয়া যায়।
তবে অফিসে গিয়ে উপজেলা বন কর্মকর্তা মো. ইকবাল হোসাইন কে পাওয়া যায়নি। পরে ওই কর্মকর্তার মোবাইল নম্বরে ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়।
চিলমারীতে স্বস্থির বৃষ্টিতে মাঠে ফিরছেন কৃষকরা, ২৪ ঘন্টায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
এবিষয়ে জেলা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ বলেন, আজ তো অফিস বন্ধ না। আমি খোজ নিচ্ছি।
বাংলাদেশের পতাকাবি‌ধি অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কার্যদিবসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলিত থাকবে। এ ছাড়াও নির্দিষ্ট জাতীয় দিবস ছাড়া সরকারি ছুটির দিনে সরকারি কিংবা বেসরকারি অফিসে জাতীয় পতাকা টানা‌নো যাবে না।