বিবিধ

চিলমারীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

  এস এম রাফি ৭ মার্চ ২০২৩ , ১১:৪৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার নেতৃত্ব বৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানা’র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা। 

সংগঠনের যুগ্ম আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছেন সেটি বাঙালি জাতির শ্রেষ্ঠ সম্পদ, এ ভাষণ মানুষকে এখনও উজ্জীবিত করে। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি বাঙালিকে উদ্বীপ্ত করেছেন! মানুষের অধিকারের কথা বলেছেন। বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালির নেতা নন! তিনি বিশ্বের শোষিত মানুষের নেতা। তিনি বলেছিলেন বিশ্ব আজ দুইভাগে বিভক্ত একদিকে শোষক আরেকদিকে শোষিত। আমি শোষিতের পক্ষে। তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। স্বাধীনতার পরাজিত শত্রু, ৭৫ ও ২১ আগস্টের খুনীচক্র এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা বাচ্চু, মাইদুল প্রমূখ।