বিবিধ

চিলমারীতে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি, প্লাবিত হচ্ছে সমতল ভূমি

  এস এম রাফি ১৪ জুলাই ২০২৩ , ১০:৫০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের পানি কয়েকদিন পর আবারো বাড়তে শুরু করছে। উজান থেকে এসব পানির ঢল এসে ব্রহ্মপুত্রের পাড় উপচে পানি নিম্ন অঞ্চলে প্রবেশ করতে শুরু করছে। তবে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় এখনো বাড়িতে পানি ওঠার খবর যাওয়া নি। এদিকে পানি বাড়ার সাথে সাথে সমতল এলাকা পানিতে নিমজ্জিত হতে শুরু করেছে।
শুক্রবার সকাল ৯টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী স্টেশনে বিপদসীমার ৪৩ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে নিশ্চিত করেছেন চিলমারী পয়েন্টের গ্যাজরিডার জোবাইর হোসেন। তিনি বলেন, ব্রহ্মপুত্রের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৬২ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
উপজেলা প্রশাসন থেকে বন্যা মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নেয়া আছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, নদনদীর পানি বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী ব্রহ্মপুত্র নদের পানি বুদ্ধি পেয়ে আগামী ১৮-১৯জুলাই বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে চিলমারী ও উলিপুরে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরপর পানি দ্রুত নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।