সারাদেশ

চিলমারীতে বৃষ্টিতে স্বস্থি ফিরলেও বেড়েছে দূর্ভোগ

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ৬:১৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে তীব্র গরমের পর বৃষ্টি শুরু হলে স্বস্তির সাথে বেড়েছে দূর্ভোগ। গতকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো হালকা, কখনোবা ভারি বর্ষণ হচ্ছে। কয়েকদিনের তিব্র গরমে নাজাল অবস্থার পর গতকালের পর থেকে জনজীবনে কিছুটা স্বস্থি দেখা দিলেও চলাচলে বেড়েছে দূর্ভোগ।

এদিকে আবহাওয়া অফিসের বলছে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, প্রধান প্রধান সড়ক গুলোর বিভিন্ন অংশে পানি জমে গেছে। সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় যান চলাচলে কিছুটা ভোগান্তির স্বীকার হচ্ছে চালকরা। এছাড়াও অন্যদিনের তুলনার বাইরে যাত্রীর চাপ কিংবা পথচারী অনেক টাই কম।

উপজেলার মাটিকাটা মোড় থেকে জোড়গাছ যাওয়ার প্রধান সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ থাকায় বৃষ্টির পানি জমে গেছে। এতে সড়কের ভালো অংশ কিংবা ভাঙা অংশ বুঝতে হিমশিম খেতে হচ্ছে ছোট যান চালকদের।

আমিনুল ইসলাম নামে এক রিক্সা চালক জানান, পেটের দায়ে বৃষ্টির মধ্যেও রিক্সা নিয়ে বের হয়েছি কিন্ত আমাদের চিলমারী রাস্তা ঘাট খুবই খারাপ, যাত্রী নিয়ে চলাচল করতে খুব সমস্যা হচ্ছে।

অটো চালক সবুজ মিয়া বলেন, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি থাকায় অন্য দিনের থেকে আজকে যাত্রী অনেক কম আজ বাজার খরচের টাকা জুটবে না। তাছাড়া রাস্তায় গর্ত সব জায়গায় যাওয়াও যাচ্ছে না।

এছাড়াও দেখা গেছে, বাজারে কিংবা যেসব ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেসব পরিস্কার না থাকায় সহজে পানি নিষ্কাশন হচ্ছে না। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

২৬ সেপ্টেম্বর, কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী, আগামী ২ দিন পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের (৮৯ মি.মি/২৪ ঘণ্টা) প্রবণতা রয়েছে। এর প্রেক্ষিতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ২ দিন পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ১ দিন পর্যন্ত নদীসমূহের পানি স্থিতিশীল থাকতে পারে।