সারাদেশ

চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ বিতরণ

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৪ , ৫:১৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ শতাধিক পরিবারের মাঝে প্যাকেজ ত্রাণ সামগ্রী চাল ১০ কেজি, আলু ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, প্যাকেট লবন ৫০০ গ্রাম, মুশুর ডাল ৭৫০ গ্রাম, ৫ প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, মোশাররফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মেহেদী হাসান মিথুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চিলমারীর নুর রাফসান সিয়াম, মেহেদী হাসান শান্ত, সাব্বির আহমেদ ও ইয়াছিন আরাফাত প্রমুখ।