বিবিধ

চিলমারীতে ব্রীজে নেই সংযোগ সড়ক ভোগান্তিতে সাধারণ মানুষ

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৫ নভেম্বর ২০২৪ , ১:০৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলের এক এলাকায় সেতু (ইউড্রেন) নির্মাণ করলেও সংযোগ সড়ক না থাকায় যাতায়াতে ভোগান্তির স্বীকার হচ্ছেন ওই এলাকার দুই হাজারেরও বেশি মানুষ।

উপজেলার চিলমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বৈলমনদিয়ারখাতা গ্রামে সেতু (ইউড্রেন) থাকলেও সংযোগ সড়ক না থাকায় পণ্যবাহী ঘোড়ার গাড়ি চলাচলের অনুপযোগী হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন শাখাহাতী খেয়াঘাটে লোকজন মালামাল আনা-নেওয়া করেন। ভূট্রার সিজন হওয়ায় আরও বিপদে কৃষকেরা। কারণ এই সময় তারা সার ঘোড়া গাড়ি দিয়ে আনা-নেওয়ার করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অধিনে ২০২৩-২৪ অর্থ বছরের নন ওয়েজ প্রকল্পের মাধ্যমে সেতু (ইউড্রেন) তৈরি করা হয়েছিল।  প্রকল্প চেয়ারম্যান ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগম।

স্থানীয়রা জানান, ইউড্রেনের কাজ শেষ হলেও সংযোগ সড়ক মেরামত না করায় চরের পন্য পরিবহনে ব্যবহৃত ঘোড়া গাড়িও যাতায়াত করতে পারছেন না। সেতুর দুইপাশে মাটি সরে গিয়ে ভেঙে যেতেও দেখা যাচ্ছে। এত টাকা দিয়ে সেতু করে লাভ কি হলো, যদি মানুষের কাজে না আসে। 

এবিষয়ে প্রকল্প চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগমকে প্রশ্ন করলে পরে জানাবেন বলে ফোন কেটে দেন। পরে ফোন দিলে তিনি রিসিভ করেনি। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, চেয়ারম্যানকে বলে মাটি দেয়ার ব্যবস্থা করছি। দুটি ইউড্রেন মিলে দুই লাখের বেশি বরাদ্দ ছিল।