এস এম রাফি, চিলমারী (কুড়িগ্রাম) ১৬ নভেম্বর ২০২৩ , ৪:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে এগারটার দিকে থানাহাট ২ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়।
শুভসংঘের বন্ধু মমিনুল ইসলামের সহযোগিতায় বিদ্যায়টির প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২৫ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, স্কেল ও একটি করে পেয়ারা গাছের চারা তাদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন।
এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খয়বর রহমান, শুভসংঘ চিলমারী শাখার সভাপতি গোলাম ছরওয়ার, সাধারণ সম্পাদক সাওরাত সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রকি, অর্থ সম্পাদক ফাহমিদুল হক বুলেট, দপ্তর সম্পাদক এস এম রাফি, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আখতারুজ্জামান রতন, সহকারী শিক্ষক মোখলেছুর রহমান মাছুম, রেজাউল করিম।
অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত নানা ঐতিহাসিক গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা আবুল খয়বর রহমান।