এস এম রাফি ৯ এপ্রিল ২০২৩ , ৩:৪৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করছেন অভিযুক্ত ব্যক্তিরা। রফিকুল ইসলাম গং ভূমিদস্যু নয় দাবি করে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেন। রবিবার দুপুরে প্রেসক্লাব চিলমারীর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ বকুল মিয়া। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চিলমারী উপজেলা চিলমারী ইউনিয়নের শাখাহাতি এলাকার রফিকুল ইসলাম, জোবেদা গং শাখাহাতি মৌজার খতিয়াং নং-৪৩১, খতিয়ান নং-৭৯ এর ৩০ একর, ৭৩ শতক এস.এ খতিয়ান মূলে ভোগ দখল করে আসিতেছিল। কিন্তু হঠাৎ করে একটি মহল জাহাঙ্গীর আলম গং উক্ত জমি দখল ও জমিতে চাষকৃত ফসল ধ্বংসের চেষ্টা করছে। তারা আরো জানান, মিথ্যা তথ্য ও মিথ্যা কথা বলে ৭এপ্রিল শুক্রবার আমাদের ভূমিদস্যু বানিয়ে সংবাদ সম্মেলন করেছে আমরা এর নিন্দা জানাই এবং সরেজমিন তদন্ত পূর্বক প্রকৃত সত্য উৎঘাটনসহ প্রশাসনের সহযোগীতা কামনা করছি।
এর আগে ৭ এপ্রিল শুক্রবার সকালে ভূমিদস্যূ দাবী করে রফিকুল ইসলাম গং এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীর আলম গং।