বিবিধ

চিলমারীতে সময় মতো আসছেন না কর্মকর্তা-কর্মচারীরা

  এস এম রাফি ১২ মার্চ ২০২৩ , ১০:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে সরকারিভাবে দেয়া সময়সূচীকে তোয়াক্কা না করে নিজেদের মনগড়া ভাবে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯টার স্থলে ১০টা থেকে সাড়ে দশটায় ও অফিসে আসছেন না তারা। এতে দিন দিন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ।
সরেজমিনে রবিবার সকাল ৯টা ১৭ মিনিটে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার কার্যালয়টি খোলা হলেও অফিসে অফিস সহায়ক ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। উপজেলা আনছার-ভিডিপি অফিস,যুব উন্নয়ন অফিস,দারিদ্র বিমোচন অফিস ও সেটেলমেন্ট অফিস তালাবদ্ধ দেখা যায়।
উপজেলা হিসাবরক্ষণ অফিস,বিআরডিবি অফিস,কৃষি অফিস,মৎস্য অফিস, তথ্য আপা, নির্বাচন অফিস, মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে একই চিত্র চোখে পড়ে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের বলেন, আমার বাড়ি রংপুরে বাড়ি থেকে আসতে দেরি হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সরকারী দপ্তরসমুহের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অথচ সরকারী এই নিয়মকে তোয়াক্কা না করে মনগড়া ভাবে অফিসে আসছেন আবার সময়ের আগেই বেরিয়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।
সেবাগ্রহীতাদের দাবী উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা মনগড়া সময়ে অফিসে আসছেন আবার প্রতি বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে অফিস ছেড়ে বেরিয়ে যান। এবং রোববার ১০টা থেকে ১১টার দিকে অফিসে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো.মাহবুবুর রহমান বলেন,সঠিক সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া আছে।। এরপরেও কেনো অফিসে দেরিতে আসছেন তা আমার বোধগোম্য নয়। তবে আমি সকল কর্মকর্তাদেরকে নিয়ে মিটিং করবো।