চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১২ এপ্রিল ২০২৫ , ৬:৫৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী সাংবাদিক ফোরামের সকল সাংবাদিকদের সাথে কুড়িগ্রাম পুলিশ সুপার এর মতবিনিময়। চিলমারীর সার্বিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের সাথে শনিবার দুপুরে চিলমারী সাংবাদিক ফোরামের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আ.রহিম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহফুজার রহমান মঞ্জু, ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম, সহ সভাপতি মাহামুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রাফি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হক, কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান শান্ত প্রমুখ। নদী ও চিলমারী হরিপুর সড়ক সেতুতে পুলিশ টহল বাড়ানো, নদী এলাকায় ড্রোন ক্যামেরা চালু করন, চিলমারী সার্বিক বিষয় নিয়ে আলোচনা শেষে চিলমারী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিদিনের চিলমারী প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাদ্দামের মোবাইল ফোন কেড়ে নেয়ার ঘটনায় পুলিশ সুপার দুঃখ প্রকাশ করেন এবং সাংবাদিকদের সহযোগী চান। অভিযান চলাকালে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। পুলিশ সাংবাদিক একত্রে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।