চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার একমাত্র ব্যক্তি মালিকাধীন অত্যাধুনিক আবাসিক হোটেল গ্র্যান্ড ব্রহ্মপুত্র থেকে ৫টি এ্যান্ড্রয়েড টেলিভিশন চুরির ঘটনা ঘটেছে।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে বলে সিসি টিভি ফুটেজ দেখে ধারণা করা যাচ্ছে।
টেলিভিশন চুরির বিষয়টি নিশ্চিত করেছেন হোটেলের মালিক আলহাজ্ব মাহফুজার রহমান মঞ্জ।
ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে ঢাকার মতিঝিলের জীবন বীমা কর্পোরেশন ভবনের ঠিকানা দিয়ে ইস্তিয়াক আহমেদ নামে পরিচয়ধারী এক ব্যক্তি ৫টি কক্ষ ভাড়া নিয়ে ৫টি কক্ষেরই চাবি গ্রহণ করেন। পরে অন্যান্য লোকজন আসবেন বলে জানান তিনি।
হোটেলের কর্মচারী এরশাদ আলী বেলা ১১টায় ঐব্যক্তিকে তার রুমে তুলে দেন। পরিচ্ছন্নতা কর্মী লাকী বেগমকে বাকী রুমগুলো পরিস্কারের কথা বলে থানাহাট বাজারে চলে যান।
সিসি টিভির ফুটেজ দেশে ধারনা করা হয়, বেলা ১১টা থেকে ১২টা ৩৫ মিনিটের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। রাত ৯টার দিকে হোটেলের দায়িত্বে থাকা এরশাদ আলী রাতের ডিউটি করার সময় দেখেন ঐ ৫টি কক্ষের দরজা খোলা এবং ৫টি এ্যান্ড্রয়েড টেলিভিশন নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষকে অবহিত করেন।
হোটেলের মালিক আলহাজ্ব মাহফুজার রহমান মঞ্জু জানান, এব্যাপারে চিলমারী মডেল থানায় অভিযোগ করা হলে, থানা পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ প্রানকৃষ্ণ দেবনাথ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।