সারাদেশ

চিলমারীতে ৩২টি মন্ডপে দুর্গোৎসব

  এস এম রাফি ২০ অক্টোবর ২০২৩ , ২:৩৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে চিলমারীর ৩২টি মন্ডপে দুর্গোৎসব শুরু হয়। দুর্গোৎসবকে ঘিরে দেবী দুর্গাকে তুলির আচরে সেজে তুলেছেন শিল্পীরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ মহোৎসব।

পুরোহিত কমিটির সভাপতি শ্রী মৃনালকান্তি চক্রবতির্ বলেন, শারদীয় দুর্গাপূজা সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও প্রতিটি মন্ডপে দায়িত্ব পালন করছেন।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কর্ণধর বর্মা জানান, উপজেলাজুড়ে এখন সাজ সাজ রব বিরাজ করছে। সবাই দুর্গাপূজার উৎসবের আমেজে মজেছেন।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারেছুল ইসলাম বলেন, পূর্জা উৎযাপনে যাতে কোনো ধরণের বিঘ্ন না ঘটে বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষে পুলিশ কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষায় সব সময় প্রস্তুত আছে।