চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৪ জুলাই ২০২৪ , ৪:২৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে ৮’শ বন্যার্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়ন ও চিলমারী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. বিপ্লব হাসান পলাশের মাধ্যমে চিলমারী উপজেলায় ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
এরই ধারাবাহিকতা পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হবে।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা, আমিনুল ইসলাম প্রমূখ।