সারাদেশ

চিলমারীর সেই উপসহকারী কৃষি কর্মকর্তাকে বদলি

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ৯:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি প্রণোদনার সার ও বীজ বিক্রির অভিযোগে সেই উপসহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেনকে চররাজীবপুর উপজেলায় বদলি করা হয়েছে।

কুড়িগ্রাম খামারবাড়ির উপপরিচালক মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই কর্মকর্তার বদলির বিষয়টি জানা গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) বদলি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস।

তিনি বলেন, অভিযুক্ত ওই উপসহকারী কৃষি কর্মকর্তাকে চর রাজীবপুর উপজেলায় বদলি করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রাম এর অধীন উপসহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেন একই বেতন স্কেল ও পদ মর্যাদায় চিলমারী কৃষি অফিস কর্মস্থল হতে চররাজিবপুর উপজেলা কৃষি অফিসে উল্লেখিত কর্মস্থলে বদলীযোগে পদায়ন করা হলো।

আরও উল্লেখ আছে, প্রশাসনিক কারণে এ আদেশ জারী করা হলো। বদলীকৃত কর্মকর্তাকে আগামীকালের (১৪ জানুয়ারি) মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয়া হলো। অন্যথায় তাৎক্ষনিক অব্যাহতি বলে গণ্য হবে।

এবিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেনকে ফোনে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সরকারি প্রণোদনার আওতায় কৃষকের মাঝে বিতরণের পাঁচ প্যাকেট সবজি বীজ ও ১২০ কেজি সার রোববার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজারের মেসার্স ইকবাল ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে বিক্রির সময় আতোয়ার রহমান নামে ওই উপসহকারী কৃষি কর্মকর্তাকে আটক করেছেন স্থানীয়রা।