সারাদেশ

চিলমারী-রৌমারী রুটে আরো একটি ফেরি যুক্ত কমবে ভোগান্তি, প্রসার ঘটবে ব্যবসার

  এস এম রাফি ২ অক্টোবর ২০২৩ , ৮:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চাহিদার সাথে ভোগান্তি বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরো একটি ফেরি যুক্ত করা হয়েছে চিলমারী-রৌমারী রুটে। বাড়বে চাহিদা, কমবে ভোগান্তি। নতুন করে ফেরি বেগম সুফিয়া কামাল যুক্ত হওয়ায় ব্যবসায় প্রসারের সাথে এই অঞ্চলের মানুষের মাঝেও জেগেছে আশা। চালকসহ যাত্রী সাধারনের মাঝেও দেখা দিয়েছে উল্লাস। নতুন করে আরো একটি ফেরি যুক্ত হওয়ায় চিলমারী-রৌমারী রুটে এখন দু’টি ফেরি নিয়োমিত চলবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে চলাচলের সময় নির্ভর করবে যানবাহনের উপর।
জানা গেছে, দীর্ঘ প্রতিক্ষার পর চিলমারী-রৌমারী রুটে ফেরি কুঞ্জলতা দিয়ে সার্ভিস শুরু হয়। এটির উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি) ২০ সেপ্টেম্বর/২৩। ফেরি সার্ভিস শুরু হতে না হতেই ১ সপ্তাহের মধ্যে এই রুটে পণ্যবাহী গাড়ির ব্যাপক চাহিদা বেড়ে যায়। চাহিদা বৃদ্ধি পাওয়ায় ফেরি পারাপারের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষাসহ ভোগান্তিতে পড়ে চালকরা। অবশেষে চাহিদার উপর নির্ভর করে ভোগান্তি দুর করতে নতুন করে চিলমারী-রৌমারী রুটে ২য় ফেরি বেগম সুফিয়া কামাল যুক্ত করা হয়। বেগম সুফিয়া কামাল ফেরিটি বুধবার আরিচা থেকে রওনা হয়ে চিলমারী বন্দর রমনা ঘাটে রবিবার সন্ধায় পৌঁছায়। পরে সোমবার সকাল ৮.৪৫ মিনিটের দিকে চিলমারী থেকে ৮টি পণ্যবাহী গাড়ি, ২টি মাইক্রো, ২টি ট্রাকটর ও বেশকিছু যাত্রী নিয়ে রৌমারীর উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাক চালক দুদু মিয়া বলেন, এর আগে ফেরি কুঞ্জলতায় গিয়েছিলাম, একটি ফেরির কারনে আমাদের অনেক সময় অপেক্ষা করতে হতো এবং পড়তে হতো ভোগান্তিতে, এখন ফেরি সুফিয়া কামাল যুক্ত করার অপেক্ষা করতে হলোনা এবং ভোগান্তিতেও পড়তে হলো না, তবে ভাড়ার পরিমান কিছুটা কমানো হলে এই রুটের চাহিদা অনেক গুন বাড়বে। ২য় ফেরি এই রুটে যুক্ত হওয়ায় কমে আসবে ভোগান্তি, দুর হবে সমস্যা, উন্নয়নের ছোঁয়া দেখবে আমাদের এলাকা এমনটি জানিয়ে এলাকাবাসী বলেন, আমাদের এমপি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এলাকার উন্নয়নের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর সহযোগীতায় এগিয়ে নিচ্ছেন। ঘাট ইজারাদার শহিদুল্লাহ কায়ছার ইমু বলেন, ফেরি চাহিদা রয়েছে এই রুটে সাথে ব্যবসার প্রসার ঘটবে শতশত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। গণ-কমিটির সাবেক সভাপতি ও আন্দলনকারী নাহিদ হাসান নলেজ বলেন, ফেরিটি চালু হওযায় কুড়িগ্রাম থেকে ঢাকা শহর রাজধানীর দুরত্ব কমে আসলো, বাঁচবে জ¦ালানী খরচ এবং পণ্যবহনে লাভবান হবে, সাথে ব্যবসা ও বানিজ্যের বড় ধরনের পরিবর্তন আসবে। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আপাতত চিলমারী থেকে ১টি ফেরি সকাল ৭টায় ছেড়ে দিবে এবং রৌমারী থেকে আর একটি ফেরি একই সময় ছেড়ে দিবে এবং শেষ ফেরিটি বিকাল ৪টায় দু’দিক থেকে ছেড়ে দিবে, তবে যানবাহন উঠানামা এবং যানবাহন পারাপারের উপর সময় কমবেশি হতে পারে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডবিøউটিসি) চিলমারী ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, চাহিদার সাথে আরো একটি ফেরি এই রুটে যুক্ত করা হয়েছে, লাগলে আরো ফেরি আনা হবে।