রাজনীতি

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় মধ্যরাতে বেরোবিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি: ২৪ অক্টোবর ২০২৪ , ২:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্য রাতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।

বুধবার (২৩ অক্টোবর) রাত ১১ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন শ্লোগানে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক মুখরিত হতে দেখা যায়।

এরপর শিক্ষার্থীরা একটি মিছিল বের করে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক হয়ে চকবাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে জড়ো হয়।
মিছিলে শিক্ষার্থীদেরকে, ছাত্রলীগের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও; ছাত্রলীগ গর্তে, খুনি হাসিনা ভারতে; ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী; ছাত্রলীগ জঙ্গি, গণহত্যার সঙ্গী; এই মুহূর্তে খবর এলো, জঙ্গি লীগ মারা গেলো; হই হই রই রই, ছাত্র লীগ গেলি কই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বক্তব্য রাখেন।
ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করায় শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়ে বলেন, শুধুমাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করে নয় বরং ছাত্রলীগের মাদার সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কেননা আওয়ামী লীগের প্ররোচনায় ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠনের পরিণত হয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, আবু সাঈদের গলা চেপে ধরা এই সংগঠন অবশ্যই একটি সন্ত্রাসী সংগঠন।আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চালায়। জুলাই বিপ্লবের সময় সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতন-নিপীড়ন এবং হত্যার দায়ে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ সহ সকল সংগঠনের রাজনীতি করার অধিকার হারিয়েছে।

সম্মেলন চলাকালীন কারমাইকেল কলেজের একটি মিছিলে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হাজির হয়। এ সময় কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মিলে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এরপর শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়