এস এম রাফি ২৮ এপ্রিল ২০২৩ , ১১:০৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
সদরুল আইনঃ
ক্ষমতাসীন আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে কঠোর হচ্ছে।
দলটি সামনের নির্বাচনে সেরা প্রার্থী দেওয়ার জন্যে বিভিন্ন জরিপ চালাচ্ছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, অজনপ্রিয় প্রার্থীরা এবার দলের টিকিট পাচ্ছেন না।
দলীয় সূত্র বলছে, সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী বাছাই তারই উদাহরণ। গাজীপুর ও বরিশালের বর্তমান মেয়রদের বাদ দিয়ে নতুন মুখকে নমিনেশন দেওয়া হয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা বরিশালের মেয়র সাদিক আব্দুল্লাহ ও গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম দুইজনই দলের বদনাম বয়ে এনেছেন।
দুই সিটি নির্বাচনে নতুন মুখ নমিনেশন দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী আসলে বার্তা দিয়েছেন যে কারও টিকিটই এখনো পাকা নয়।
যারা মানুষের জন্য কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন এবং গ্রহণযোগ্যতা আছে তারাই আসন্ন জাতীয় নির্বাচনে দলের হয়ে টিকিট পেতে পারেন।
গত সপ্তাহে দলের এক যৌথ সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমি নমিনেশন দেবো। তাই একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বন্ধ করুন। নিজের এলাকায় কাজ করুন।
আওয়ামী লীগের নেতারা বলছেন, ক্ষমতাসীন যেসব মন্ত্রী এবং এমপি দলের বদনাম এনেছেন তারা হয়তো টিকিট পাবেন না। দলের সভাপতি প্রকৃত চিত্র পেতে বিভিন্ন জরিপ পরিচালনা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন সিনিয়র নেতা বলেন, যেসব এমপি অজনপ্রিয় এবং দলের বদনাম এনেছেন তারা হয়তো বাদ পড়ে যাবেন।
বিশেষ করে বিদ্রোহ দমনে নানা রকম সমীকরণের আশ্রয় নেবে দলটি।দলিয় তকমা ব্যবহার করে যারা আখের গুছিয়েছে তারা মনোনয়নের জন্য বিবেচিত হবেন না।