সারাদেশ

জিয়া সাইবার ফোর্স- চিলমারী উপজেলা শাখার কমিটি গঠন

  এস এম রাফি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জিয়া সাইবার ফোর্স চিলমারী উপজেলা শাখার কমিটি গঠন। উক্ত কমিটিতে ৫ সদস্যর উপদেষ্টা সহ ৪২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন করা হয়। জিয়া সাইবার ফোর্স চিলমারী উপজেলা শাখা কমিটির কার্যক্রমের মেয়াদ থাকবে আগামী ২ বছর। গতকাল ৮ই সেপ্টেম্বর (শুক্রবার) “জিয়া সাইবার ফোর্স” চিলমারী উপজেলা শাখার কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি; জেলা কমিটির পক্ষে সাক্ষর করেন- জিয়া সাইবার ফোর্স – কুড়িগ্রাম জেলা শাখার, দপ্তর সম্পাদক – মোঃ মাসুদ রানা।
নিম্নে “জিয়া সাইবার ফোর্স” – চিলমারী উপজেলা কমিটি তুলে দেয়া হলো- উপদেষ্টা হলেন, মোঃ জাহাঙ্গীর আলম (সাদ্দাম), মোঃ আতাউর রহমান (আতিক), মোঃ রুহুল আমিন (হ্নদয়), মোঃ আলম মিয়া ও মোঃ আতিকুর রহমান
কার্যনিবাহী কমিটি- ১. মোঃ আমিনুল ইসলাম – সভাপতি ২. মোঃ মেহেদী হাসান – সিনিয়র সহ-সভাপতি ৩. মোঃ শাহিন আলম – সহ-সভাপতি ৪. মোঃ মামুনুর রশীদ – সহ-সভাপতি ৫. মোঃ আশরাফুল ইসলাম – সহ-সভাপতি ৬. মোঃ জাহাঙ্গীর আলম – সহ-সভাপতি ৭. মোঃ লিমন মিয়া – সহ-সভাপতি ৮. মোঃ রতন মিয়া – সহ-সভাপতি ৯. মোঃ রবিউল ইসলাম (রনি) – সহ-সভাপতি ১০. মোঃ সুমন – সহ-সভাপতি ১১. মোঃ সোহানুর রহমান (সুজন) – সাধারণ সম্পাদক ১২. মোঃ মামুন মিয়া – ১নং যুগ্ম-সাধারন সম্পাদক ১৩. মোঃ আরিফুজ্জামান প্রিন্স – সহ-সাধারণ সম্পাদক ১৪. মোঃ আলামিন – সহ-সাধারণ সম্পাদক ১৫. মোঃ গোলাম মোস্তফা -সহ-সাধারন সম্পাদক ১৬. মোঃ রাসেল মিয়া – সহ-সাধারণ সম্পাদক ১৭. মোঃ সালমান হোসেন (লিমন) – সহ-সাধারণ সম্পাদক ১৮. মোঃ শরিফুল ইসলাম – সহ-সাধারণ সম্পাদক ১৯. মোঃ পলাশ মিয়া – সহ-সাধারণ সম্পাদক ২০. মোঃ ইউছুফ আলী – সহ-সাধারণ সম্পাদক ২১. মোঃ পলাশ মিয়া – সহ-সাধারণ সম্পাদক ২২. মোঃ সবুজ মিয়া – সাংগঠনিক সম্পাদক ২৩. শামীম মিয়া – সহ-সাংগঠনিক সম্পাদক ২৪. তাজুল ইসলাম – সহ-সাংগঠনিক সম্পাদক ২৫. মোঃ শহিদুল ইসলাম – সহ-সাংগঠনিক সম্পাদক ২৬. মোঃ আলামিন রানা – সহ-সাংগঠনিক সম্পাদক ২৭. মোঃ আলমগীর হোসেন (আকাশ) – সহ-সাংগঠনিক সম্পাদক ২৮. মোঃ মিজান – কোষাধ্যক্ষ ২৯. মোঃ রুকুনুজ্জামান রাকিব – দপ্তর সম্পাদক ৩০. মোঃ রাকিব মন্ডল – সহ-দপ্তর সম্পাদক ৩১. মোঃ মুরাদ হাসান – প্রচার সম্পাদক ৩২. মোঃ আতাউর রহমান – সহ-প্রচার সম্পাদক ৩৩. মোঃ ফাইদুল ইসলাম (ফুয়াদ) – সাংস্কৃতিক সম্পাদক ৩৪. মোঃ তারা মিয়া – সহ-সাংস্কৃতিক সম্পাদক ৩৫. মোঃ সাদ্দাম মিয়া- ক্রীড়া সম্পাদক ৩৬. মোঃ আপেল মিয়া (জয়) – সহ-ক্রীড়া সম্পাদক।
সদস্য হলেন, মোঃ মঞ্জু মিয়া, মোঃ রাজু মিয়া,মোঃ একরামুল হক,মোঃ নাঈম মিয়া মোঃ শফিকুল ইসলাম ও মোঃ বাঁধন মিয়া।