সারাদেশ

জেলায় প্রথম চিলমারীর পাত্রখাতা সিবিজি মৎস্যচাষি সমবায় লিমিটেড

  এস এম রাফি ১৩ আগস্ট ২০২৩ , ১:৪০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম জেলায় সমবায় দিবস উপলক্ষে যাচাই বাচাই শেষে চিলমারীর পাত্রখাতা কমন বেনিফিশারি গ্রুপ (সিবিজি) মৎস্য চাষি সমবায় লিমিটেড জেলায় প্রথম স্থান অর্জন করেছে।

রবিবার দুপুরে জেলায় প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আর রহমান।

তিনি বলেন, চিলমারীতে চার টি সমবায় সমিতি আবেদন করেছিলেন। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে জেলায় পাঠানো হয়েছে। সেখানে পাত্রখাতা সিবিজি মৎস্য চাষি সমবায় লিমিটেড প্রথম হয়েছে।

জেলায় প্রথম হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুজ্জামান খান।

সমবায় সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, জেলায় প্রথম হওয়ায় আমরা খুব আনন্দিত। সমবায় সমিতির মাধ্যমে আমরা মাছ চাষ করে আসছি দীর্ঘদিন থেকে। আমরা চাই সারাদেশে প্রথম হতে।