সারাদেশ

ঝালকাঠির দুটি আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন আমু-হারুন

  মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি ২৬ নভেম্বর ২০২৩ , ১০:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সংসদীয় দুটি আসন নিয়ে গঠিত ঝালকাঠি জেলা। জেলার রাজাপুর ও কাঠাঁলিয়া উপজেলা নিয়ে ঝালকাঠি-১ এবং ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২।

এ জেলায় ঝালকাঠি -০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি এবং ওই আসনে টানা তিনবারের নির্বাচিত এমপি বজলুল হক হারুন।

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী, শিল্পমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং এ আসনে টানা তিনবারের নির্বাচিত এমপি আমির হোসেন আমু।

রোববার বিকেলে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনীত চুড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে টানা তিনবারের নির্বাচিত এমপি আমির হোসেন আমু মনোনয়ন পেয়েছেন খবরটি ঝালকাঠি জেলা শহরে ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৬ টায় শহরের প্রতিটি ওয়ার্ড থেকে পৃথকভাবে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।

মিছিলের শহরে পরিণত হয় ঝালকাঠি। এই খবরে নলছিটিতেও আনন্দ মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা। নেতাকর্মীরা বাধভাঙা উল্লাসে মেতে ওঠে।