ঝিনাইদহ প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ৭:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল ”জিয়া সাংস্কৃতিক সংগঠন” জিসাস। এ উপলক্ষে জেলা বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল মজিদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটি।
সে সময় উপস্থিত ছিলেন জিসাসের সভাপতি আরিফা ইয়াসমিন লিম্পা,সাধারণ সম্পাদক ফয়সাল হাসান রামিম,সাংগঠনিক সম্পাদক আকাশ ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এর আগে চলতি বছরের গত ১৩ই ডিসেম্বর ঢাকা সেন্ট্রাল বিএনপি কার্যালয় থেকে জিসাস এর অনুমোদন দেয়া হয়।দলটির পক্ষে শুভেচ্ছা বাণী দেয় জেলা বিএনপির কর্ণধার। জেলার সর্বসাধারণের সাথে নিয়ে সুস্থ সংস্কৃতি চর্চায় এ সংগঠনটি এগিয়া যাবে বলেই জিসাস এর জন্ম। জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর সাধারণ সম্পাদক ফয়সাল হাসান রামিম জানান শহীদ জিয়ার হারিয়ে যাওয়া স্মৃতি ও তাকে নিয়ে বিভিন্ন কবিতা গান রচনা করে সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই এ সাংস্কৃতিক সংগঠনটি।
একই সাথে এ সংগঠনের সভাপতি আরিফা ইয়াসমি লিম্পা জানালেন সমাজ থেকে অপসংস্কৃতি দূর করতে চায় যারফলে দ্রæতই বড় পরিসরে এ সংগঠনটির আত্মপ্রকাশ করানো হবে।
উল্লেখ্য-২০২৫ সাল থেকে পুরোদমে জিসাস তার আত্মপ্রকাশ ঘটিয়ে ঝিনাইদহের সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।