ঝিনাইদহ প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৫ , ৩:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দী ইউনিয়নের ১২০ নং মিয়াকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগমের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
এ উপলক্ষে বুধবার দুপুর ১২টার দিকে স্কুলের সামনে এলাকাবাসীরা এ মানববন্ধন করে।মানববন্ধনে অংশ নেয় স্থানীয় সচেতন মহলের ব্যাক্তি,অভিভাবক ও শিক্ষার্থীরা। মানববন্ধনের অংশগ্রহণকারীরা বলেন সেলিনা ম্যাডামের পদত্যাগ চাই কেননা চলতি বছরের পহেলা জানুয়ারী বই বিতরণ করার সময় স্বৈরাচার শেখ হাসিনার ছবি সহ ব্যানার ব্যবহার করে এবং স্কুলের শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন সময় টয়লেট পরিষ্কার করান এমনকি বিদ্যালয় উন্নয়নের নামে অনেক অর্থ হাতিয়ে নিয়েছে।
মানববন্ধনের বক্তৃতায় এক অভিভাবক বলেন আমারা আমাদের সন্তানদের স্কুলে লেখাপড়া করতে পাঠায় কেন আমাদের সন্তানদেরকে দিয়ে স্কুলের যাবতীয় কাজ করাবে।অন্য অভিভাবক বলেন ঠিকমতো ক্লাস নেয় না স্কুলে বাচ্চাদের দিয়ে বিভিন্ন সময় টয়লেট পরিষ্কার করানো হয়। এছাড়াও বিভিন্ন অভিযোগের কথা এলাকাবাসী বলেন। এলাকাবাসীর দাবি সেলিনা ম্যাডামের পদত্যাগ চাই।
উনি স্বৈরাচার শেখ হাসিনার সময় স্কুলে অনেক দুর্নীতি ও অনিয়ম করত। সে সময় আমরা কিছু বলতে পারিনি উনার ভয়ে। এবং এক তারিখে বই বিতরণ করার সময় উনি স্বৈরাচার হাসিনার ব্যানার ব্যবহার করে বই বিতরণ করেন।