অপরাধ

ডোমারে বাবার মামলায় ছেলে কারাগারে

  এস এম রাফি ১৩ অক্টোবর ২০২৩ , ৭:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নীলফামারীর ডোমারে বাবার করা অটোরিকশার ব্যাটারি চুরির মামলায় ছেলে শাহিনুর ইসলাম (২৩) ও তার সহযোগী জুয়েল ইসলাম (৩০) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, ভোরে দুজনকে গ্রেপ্তার করা হয়।

শাহিনুর উপজেলার দিঘোলটারী এলাকার ছবদের আলীর ছেলে ও জুয়েল ফরেস্ট নদীয়াপাড়া এলাকার মমিজ উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার ছবদের আলীর অটোরিকশা চুরি হয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে উপজেলা পরিষদের সামনে অটোরিকশাটি পাওয়া গেলেও এর চারটি ব্যাটারি পাওয়া যায়নি।

এ ঘটনায় ছবদের আলী অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন। পরে সন্দেহভাজন হিসেবে শাহিনুরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তিনি বাবার অটোরিকশার ব্যাটারি চুরি করেছেন বলে স্বীকার করেন। শাহিনুরের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, অটোরিকশার ব্যাটারি চুরির মামলায় বাদীর ছেলেকে সন্দেহ হলে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি জুয়েলকে সঙ্গে নিয়ে চুরি করেছেন বলে স্বীকার করেন। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।