রাজনীতি

ড. ইউনূসের শারীরিক অসুস্থতা নিয়ে অপপ্রচার

  অনলাইন ডেস্ক : ২৭ অক্টোবর ২০২৪ , ৮:৩৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুস্থ ও স্বাভাবিক আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ড. ইউনূসের শারীরিক অসুস্থতা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। রিউমার স্ক্যানারে উঠে এসেছে সেরমকই কিছু তথ্য।

গত বুধবার (২৩ অক্টোবর) রিউমার স্ক্যানারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত (২২ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়, ড. ইউনূসের জরুরি চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণে আইসিইউ বেড প্রস্তুত রাখা হয়েছে। এই অফিস আদেশের ছবির সঙ্গে হাসপাতালে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থার ছবিও প্রচার করে দাবি করা হচ্ছে, ড. ইউনূস আইসিইউতে ভর্তি রয়েছেন।

ভারতীয় গণমাধ্যম ‘দ্য ওয়াল’ এই অফিস আদেশের সূত্রে দাবি করছে, ড. ইউনূসের হার্টের গুরুতর সমস্যা দেখা দিয়েছে। যদিও একই প্রতিবেদনের আরেক অংশে বলা হচ্ছে , ‘তবে হার্টের কোনো জটিল সমস্যায় ভুগছেন কিনা জানা যায়নি।’

রিউমার স্ক্যানারের টিম অনুসন্ধানে জানতে পারে, ড. ইউনূসের সাম্প্রতিক শারীরিক অসুস্থতাজনিত তথ্য ও ছবি সঠিক নয় বরং ড. ইউনূস সুস্থ রয়েছেন। তাছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশটি একটি নৈমিত্তিক বিষয় এবং হাসপাতালের ছবিটি বাংলাদেশের বা সাম্প্রতিক সময়েরও নয়।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ড. ইউনূসের শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যম সূত্রে কোনো তথ্য না পেয়ে রিউমার স্ক্যানারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একাধিক শীর্ষ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অসুস্থতার দাবিটি সঠিক নয়। ড. ইউনূস সুস্থ আছেন।

তাছাড়া, গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সংক্রান্ত ছবি এবং সংবাদ বিশ্লেষণ করে ড. ইউনূসের শারীরিক অসুস্থতার কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি।

আলোচিত অফিস আদেশটির বিষয়ে প্রেস উইং থেকে রিউমার স্ক্যানারকে জানানো হয়েছে যে অফিস আদেশটি রুটিন ওয়ার্কের অংশ মাত্র। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমানও একই তথ্য নিশ্চিত করেছেন। উপাচার্য জানিয়েছেন, “এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিক্যাল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে।”

এছাড়া একই অফিস আদেশের সাথে হাসপাতালে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থার যে ছবি প্রচার করা হচ্ছে রিউমার স্ক্যানার তা যাচাই করে দেখতে পায়, এই ছবিটি বাংলাদেশের বা সাম্প্রতিক সময়ের নয়। এটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে রয়েছে।

Oplus_131072

ছবিটি ২০২৩ সালের অক্টোবরে স্পেনভিত্তিক মেডিকেল সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান টেডিসেল মেডিকেল এর ওয়েবসাইটের একটি নিবন্ধে খুঁজে পাওয়া যায়। এছাড়া, ভারতের অন্ধ্র প্রদেশের গুন্তুরের একটি হাসপাতালের ফেসবুক পেজেও চলতি বছরের জানুয়ারিতে ছবিটি প্রকাশ করা হয়।

সুতরাং, ড. ইউনূসের শারীরিক অসুস্থতার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।