সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

  এস এম রাফি ২৯ অক্টোবর ২০২৩ , ১২:৩৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাস থামিয়ে যাত্রীদের মারধর করে একটি বাসে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত। শনিবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার বক্তারকান্দিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিগামী চলন্ত মিনিবাস থামিয়ে যাত্রীদের মারধর করে এবং বাসে আগুন দিয়ে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। এতে এক যাত্রী আহত হন।

পরে গজারিয়া ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু এর আগেই নারায়ণগঞ্জের মোগড়াপাড়া-দাউদকান্দি রুটের মিনিবাসটি পুরে যায়।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। খবর পেয়ে দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্বৃত্তের হামলায় আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। মহাসড়কটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।