এস এম রাফি ১৯ অক্টোবর ২০২৩ , ৪:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
এমএ কাইয়ুম মাইজভান্ডারি, মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই বাসের সংঘর্ষে অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার বেজগাঁও বাসস্টান্ড এলাকায় ঢাকা-মাওয় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন, মিরপুর-২এর রিপন(৪৩), মিরপুর-১ এর হুমায়ন(৩০), মহাখালী এলাকার নিজামুল হায়দার(২৬), বেনাপোল এর গান্নু (৫৫), বেনাপোল এর জাহনারা (৫০)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শ্রীনগর ফায়ার স্টেশন এয়ারহাউস কর্মকর্তা ইন্সপ্রেক্টর মাহফুজ রিবেন জানান,
মাওয়াগামী শ্যামলী পরিবহন DM-ব-১৩-২০১৪ ও সোনার তরী পরিবহণ DM-ব- ১৩-০৯৩০ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের বেজগাঁও বাসস্টান্ড এলাকায় আসলে দুই বাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই বাসের অন্তত ৫ যাত্রী আহত হয়। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, এটা সামান্য দুর্ঘটনা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে যার যার বাসায় চলে যায়। বাস দুইটি থানা হেফাজতে রয়েছে।