Editor ২৩ ডিসেম্বর ২০২২ , ১১:৫১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাজের ফাঁকে ভাবি, দিন ফুরালো নাকি?
পশ্চিমেতে রঙ ধরেছে ঘরে ফিরো পাখি!
আবার যদি পৃথিবীতে ফিরে আসি, হবো শঙ্খচিল!
আকাশে উড়ে ঘুরে-ঘুরে দেখবো অদেখা নিখিল!
অনন্ত ভালবাসার অতল নীলাচলে যতখানি,
মানুষের বুকের ভেতরে লুকানো অসুন্দর গ্লানি,
কুৎসিত কদাকার জিঘাংসার অশান্ত ক্রোধ
বিবর্ণ কুটিল অসংযত-বুকের লুকানো বোধ
তুলে নেবো সুচাগ্র নখের ছোবলে!
সবার-অলক্ষ্যে কোন কথা না বলে!
পৃথিবীর পরতে পরতে যারা ছড়িয়ে দিয়েছে ভয়
যারা এনেছে পৃথিবীতে রক্তস্রোতের মতো বিস্ময়
ভালবাসার সবুজে শ্যামলে বিশ্বাসের পার্থিব সুখে
ক্ষুধার চিৎকার ঢেলে দেয় নবজাতকের নির্মল মুখে
জননীর পবিত্র জরায়ুতে যারা ছিটিয়ে দেয় অসম্মান
পাখিদের কণ্ঠ হতে কেড়ে নেয় স্বাধীনতার চিরায়ত গান
যারা কেটে দেয় প্রমের শরীর থেকে ললিত শাখা,
যারা মানুষের কোলাহলে-থেকেও রহস্যের প্রহেলিকা,
সুচাগ্র নখের হুিংস্র আক্রোশে তুলে নেবো পৃথিবী হতে;
জোসনার আলো এনে ছিটিয়ে দেবো পৃথিবীর পরতে-পরতে!
পৃথিবীর বুকে রয়েছে যেখানে-যতো মিথার আশ্বাস
বুকে বুকে জমান বিষাক্ত-অবক্ষের অদৃশ্য সর্বনাশ
দৃষ্টি জুড়ে রয়েছে কেবল জিঘাংসার কুৎসিত খুন
স্বপ্নের ললাটে আঁকা স্বয়ংক্রিয় দাবানলের-আগুন
অতল আকাশখেকো সর্বভুক বেহায়া বাসনার ভয়
নিঃসীম কামনার-আগুনে পৃথিবী যখন দুঃখময়,
দুরন্ত আক্রোশে ছোবল হেনে সুচাগ্র-নখের আগায়,
সব তুলে-নিয়ে ঢেলে দেবো প্রাণহীন নক্ষত্রের গায়!
আমি,
তুলে নিয়ে যাবো
পৃথিবী হতে বিভক্তির সীমানা!
আত্মমূখী স্বপ্নবাজ-সাম্রাজ্যের যতগুলো মানা,
বারুদের গুদামে লুকিয়ে রাখা পৃথিবীর পরমায়ু,
যাদের হাতের মুঠোয় রেখেছে হৃদপিণ্ডের স্নায়ু,
যাদের নিঃশ্বাসে পুড়ে যাবে অনাগত এই পৃথিবী,
আদিকাল হতে ওরাই ছিলো; এখনো দেখি!
সুচাগ্র নখের হিংস্র আক্রোশে ওদের তুলে নেবো
নিঃসীম নীলে! তারপর আবার ফিরে যাবো
যেখান থেকে এসেছিলেম!
বারুদ-বিস্ময়ের পৃথিবী, তোমাকে কথা দিলেম!