খেলা

দলদলিয়া নাগরিক ফোরামের উদ্যোগে নবান্ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  হারুন উর রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর): ১৭ নভেম্বর ২০২৪ , ৬:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নিকটবর্তী দলদলিয়া (ডাঙ্গাপাড়া) গ্রামে দলদলিয়া নাগরিক ফোরাম এর আয়োজনে নবান্ন ফুটবল টুর্নামেন্ট ১৪৩১ বাংলা, পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা এবং আরাফাত রহমান কোকো আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

গত (১৬ নভেম্বর) শনিবার বিকেলে ফুলবাড়ী পৌরসভার নিকটবর্তী দলদলিয়া (ডাঙ্গাপাড়া) প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘‘নবান্ন ফুটবল টুর্নামেন্ট’’ এবং আরাফাত রহমান কোকো আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও হামিদপুর ইউনিয়ন বিএনপি’র মোঃ লুতফর রহমান।

পার্বতীপুর উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও হামিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হারুনুর রশিদ মুকুলের সভাপতিত্বে এবং হামিদপুর ইউনিয়ন যুবদলের ৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সবুজ ও দলদলিয়া নাগরিক ফোরাম (ক্রীড়া-উপ-কমিটি) এর ভাইস চেয়ারম্যান মোঃ আশফিকুর আলম পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাদেকুল ইসলাম, হামিদপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম, হামিদপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ফুলবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহবুব আলম, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ জাকিউর রহমান, হামিদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ গাজী আল আমিন ও দলদলিয়া নাগরিক ফোরাম (ক্রীড়া-উপ-কমিটি)’র চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দলদলিয়া নাগরিক ফোরামের প্রধান নির্বাহী ও সাহিত্য ও হামিদপুর ইউনিয়ন যুবদলের প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নুর আলম। তিনি বলেন, দলদলিয়া (ডাঙ্গাপাড়া) গ্রামটি পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৌজার শেষ গ্রাম। শেষ গ্রাম হওয়ায় সবসময় বৈষম্যের শিকার হয়েছে গ্রামটি। বৈষম্য দূর করতে এবং গ্রামের স্বাস্থ্য, ক্রীড়া, কবরস্থান রক্ষা ও প্রশিক্ষণের উদ্দেশ্যে গ্রামের বয়োজেষ্ঠ, যুবক, মেধাবী, উদ্যোমী সাহসি ও ক্রীড়া প্রেমী নাগরিকদের নিয়ে যাত্রা শুরু করে দলদলিয়া নাগরিক ফোরাম।