এস এম রাফি ২৬ অক্টোবর ২০২৩ , ৫:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে কাউনিয়া থানা রোডের পানি নিস্কাশনের ড্রেনের কাজের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকালে থানা রোডের জলাবদ্ধতা নিরোশনে ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া। এসম উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, শহীদবাগ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, বালাপাড়া ইউনিয়ন মোঃ চেয়ারম্যান আনছার আলী,সারাই ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সাওয়ার আলম মুকুল, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম প্রমূখ। থানা রোড টিতে দীর্ঘদীন ধরে পানি নিস্কাশনের সঠিক ব্যবস্থাপনা না থাকায় পথচারী ও ব্যবসায়ীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। রাস্তায় পানি জমে জলাবদ্ধতায় হাটু পানি মারিয়ে পথচারী চলাচল করতে হতো। এ নিয়ে পত্রিকায় বহুবার সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ার অবশেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি এর হস্তক্ষেপে প্রায় ৬৫ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি এর তত্বাবধানে বালিকা বিদ্যালয় মোড় থেকে বালাপাড়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত ড্রেন নিমার্নের কাজটি শুরু হলো।