এস এম রাফি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৩:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কমলাপুর থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক (ট্রায়াল) ট্রেনটি দুই ঘণ্টায় পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছে। বিরতিহীন চললেও ধীরগতিতে চলায় এই সময় লাগল।
ট্রেনে ৫০০ যাত্রী নিয়ে কমলাপুর থেকে সকাল ১০টা ৮ মিনিটে ছেড়ে দুপুর সোয়া ১২টায় ভাঙ্গায় পৌঁছে। দুই ঘণ্টা বিরতির পর ফের ভাঙ্গা হয়ে পুনরায় এটি রাজধানী ঢাকার কমলাপুরে ফিরে আসবে।
ট্রেনটি ভাঙ্গায় পৌঁছালে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী মন্ত্রীসহ ভিআইপিদের অভ্যর্থনা জানান।
ভাঙ্গায় সাংবাদিকদের রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা রেল সংযোগ সেতু এক বছর আগে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ১০টি প্রকল্পের দুটি হলো পদ্মা রেল সংযোগ ও চট্টগ্রাম দোহাজারী কক্সবাজার সম্প্রসারিত রেল সংযোগ প্রকল্প। এই দুটি প্রকল্প উদ্বোধনের জন্য প্রস্তুত। শিগগিরই প্রধানমন্ত্রী ১০ অক্টোবর উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে রাজধানীর কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার চলাচলের জন্য উন্মুক্ত হবে। এটি খুলনা যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার।