কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রায় দেড় যুগ পর কাউনিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে এমদাদল হক ভরসা কে সভাপতি,আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু সিনিয়র সহ-সভাপতি ও শফিকুল আলম শফি কে সাধারণ সম্পাদক,আব্দুর রহিম কে যুগ্ন আহবায়ক এবং জামিনুর রহমান কে ১নং সাংগঠনিক সম্পাদক,আলমগীর চৌধুরী লিটন কে ২ নং সাংগঠনিক সম্পাদক করে কাউনিয়া উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষনা করা হয়।
বুধবার সন্ধায় কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
কাউনিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট মোজাহারুল আলম বাবলু ও জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি সাইদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ,ফজলুল হক বাদল,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু,রাকিবুল হাসান পলাশ, শফিকুল আলম শফি সহ ৬ ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, তাঁতীদল সহ সহযোগি সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে সম্মেলনে নেতাকর্মীদের সম্মতিক্রমে বুধবার রাতে সন্মেলনে আলহাজ্ব এমদাদুল হক ভরসা কে সভাপতি, আলহাজ মাহফুজার রহমান মিঠু কে সিনিয়র সহ-সভাপতি, শফিকুল আলম শফি কে সাধারণ সম্পাদক,আব্দুর রহিম কে যুগ্ন সাধারণ সম্পাদক এবং গোপন ব্যালেটের মাধ্যমে জামিনুর রহমান ১ নং সাংগঠনিক সম্পাদক এবং আলমগীর চৌধুরী লিটন ২ নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কাউনিয়া উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষনা করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম বলেন, কাউনিয়া উপজেলা বিএনপির কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ ৬ টি পদ ঘোষনা করা হয়েছে। আগামী ১০দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট কাউনিয়া উপজেলা বিএনপির পুর্ণাঙ্গ কমিটির করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
জহির রায়হান
কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
তাং ০৫-০২-২০২৫
মোবাঃ ০১৭১৭৪৮৭৪৩২