সদরুল আইন, স্টাফ রিপোর্টার ১৮ জানুয়ারি ২০২৪ , ৮:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দেশে পাঁচজনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন জেএন.১ শনাক্ত হয়েছে।
এদের মধ্যে তিনজন রাজধানীর ও দুজন ঢাকার বাইরের। বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।
ভারতের কেরালায় গত বছরের শেষদিকে শনাক্ত হয় করোনাভাইরাসের নতুন এই ধরন। জেএন.১ নামের এই ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের অনেক বিজ্ঞানী।
তাঁরা বলছেন, এই ধরন করোনার আগের সব ধরনের চেয়ে বেশি সংক্রামক।
বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, করোনার ওমিক্রন ধরনের উপধরন বিএ.২.৮৬ অথবা পিরোলার মতোই এই জেএন.১ ধরন। এটি গত সেপ্টেম্বরে আমেরিকায় প্রথম শনাক্ত হয়। এরপর গত ১৫ ডিসেম্বর ভারতে সাতজনের দেহে এই ধরন শনাক্ত হয়।
করোনার জেএন.১ ধরন শনাক্ত হওয়া ভারতের কেরালার এক নারীর দেহে ইনফ্লুয়েঞ্জার মতো রোগের মৃদু লক্ষণ দেখা যায়। প্রাথমিকভাবে এটিই এই রোগের লক্ষণ বলে মনে হচ্ছে।
২০২০ ও ২০২১ সালে পুরো বিশ্বে দাপিয়ে বেড়ানো করোনাভাইরাসের প্রকোপ এখন আর নেই। কিন্তু এ করোনার কারণে বিশ্বের অর্থনীতির বারোটা বেজে গিয়েছিল। করোনার কারণে বেড়ে গিয়েছে ধনী-দরিদ্রের বৈষম্য।
২০২২ সালের নভেম্বর পর্যন্ত ৬৪ কোটি মানুষকে আক্রান্ত করেছে করোনা। মারা গেছেন ৬৪ লাখ। মাসের পর মাস লকডাউনের কারণে স্থবির হয়ে পড়ে অর্থনীতি।
ইউএনসিটিএডির মতে, করোনার কারণে ২০২০ সালে বৈশ্বিক লেনদেন কমে যায় আড়াই ট্রিলিয়ন ডলার। তবে ২০২১ সালে ঘুরে দাঁড়াতে শুরু করে।