এস এম রাফি ৩১ মার্চ ২০২৩ , ৮:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহুরুল ইসলাম
আকাশের সুনীল নৈপুণ্য শাড়ির আচঁল
নিবিড় মায়ায় চতুর্দিকে
বেড়িয়ে ধরেছে আমার উচ্ছ্বসিত প্রেম।
ক্ষীপ্র মেঘের অনুচর
এক নিমিষেই নীলাম্বর হরন করে
বিবস্ত্র বৃষ্টির ধারায় মেখেছে তোমায়
কাদার কোমল শয্যায়।
নৈসর্গিক বিটুপী কামুক শীতের আলিঙ্গনে
চির সবুজ পল্লব হারিয়ে থুবড়ে পড়ে
বসন্তের খসখসে বুকে।
শান্তির ছোঁয়ায় মহানন্দে পুনঃ ভরিয়ে তোলে, বসন্ত;
মলিন বিটুপীকে নবপল্লবে।
মধ্যরাতের রুপোলী চাঁদের জোৎস্নায়
নিঃস্ব ব্যাকুল হৃদয় তোমাকে খোঁজে
তারাদের মেলায়, জোনাকির নিয়নে।
মেঘের নৌকায় পালিয়ে তুমি
নিমিষেই মিলে যাও হাওয়ায়।
প্রতিটি নির্ঘুম রাত বিলিয়ে চাতক
দৈন্যতায় হৃদয়ের বক্ষে
প্রহরগুনি তোমার ভালোবাসা না পাওয়ার দুর্ভিক্ষে।