সারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী- রুহুল আমিন

  এস এম রাফি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, রুহুল আমিন তিনি দুঃখি মানুষের মুখে হাঁসি ফুটাতে দুস্থ-অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কাজ করতে চান। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) বাসীর উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেম্বার অব পার্লামেন্ট (এমপি) পদে নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

রুহুল আমিন তিনি- জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য, যুক্তরাজ্য জাতীয় পার্টি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক, লন্ডন টাওয়ার হেমলেন্টসের সাবেক কাউন্সিলার, ও রুহুল আমীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

তিনি বলেন, নিজের জন্য রাজনীতিতে আসিনি। জনগণের কাংখিত অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতিতে পরিবর্তন ঘটাতে কাজ করছি। আজীবন দরিদ্রপীড়িত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যেতে চাই। যখনই সুযোগ পাই, কারো জন্য কিছু করার চেষ্টা করেছি। সেই ভাবনা থেকেই ইচ্ছে আমার অনেক দিনের সংসদ নির্বাচনে অংশ নেয়ার। আমার শিক্ষা, অভিজ্ঞতা ও দক্ষতা মানুষের কল্যাণে লাগিয়ে ভালো কিছু করতে চাই আমি। এ অঞ্চলের মানুষ পরিবর্তন চায়। নতুন প্রজন্মের নেতৃত্বের মাধ্যমে ছাতক-দোয়ারাবাজার এলাকাবাসীকে অনেক দূও এগিয়ে নিতে চাই। আমি মূলত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করতে চাই। তাই কাজ শুরু করার আগে এমন কিছু লক্ষ্য নির্ধারণ করি যাতে সেই বিষয়গুলোর মাধ্যমে মানুষের অনেক বেশি উপকার করা যায়। নতুন কিছু করার চেষ্টা করছি।

আমি ছাত্রজীবন থেকেই মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন হৃদয়ে ধারণ করে আসছি। আর সেই লক্ষ্যেই আমি সবসময় মানুষের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো-ইনশাল্লাহ। এলাকার সামাজিকতার সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি সকলের অভূতপূর্ব ভালোবাসা পেয়েছি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সভা-সমাবেশ, মতবিনিময়, উঠান বৈঠক, বিভিন্ন সামজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের মধ্যে তার প্রার্থিতার কথা জানান দিয়ে আসছেন। সমর্থকরা তাঁর ছবি সম্বলিত নানা রঙের ব্যানার-ফেস্টুন সাঁটিয়েছেন দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও হাটবাজারে। এ আসনে তৃণমূল পর্যায়ে তিনি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে রুহুল আমিন ফাউন্ডেশনের মাধ্যমে অংশগ্রহণ ও মানবসেবা অব্যাহত রেখেছেন সংসদ সদস্য পদপ্রার্থী রুহুল আমীন।