এম এ কাইয়ুম মাইজভান্ডারী, মুন্সীগঞ্জ প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৩ , ৪:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী টোল প্লাজায় হঠাৎ যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা তিন যাত্রী আগুনে দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিক দগ্ধ যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় পদ্মাসেতু গামী ইসলাম পরিবহনের যাত্রীবাহী একটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশ্য ছেড়ে আসা ইসলাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছে বুথে টোল দেয়ার সময় হঠাৎ বাসে আগুন ধরে যায়। এ সময় সবাই বাস থেকে নেমে পড়লেও তিনজন যাত্রী দগ্ধ হন। স্থানীয়রা দগ্ধ একজনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠায়। সিরাজদিখান ফায়ার সার্ভিস ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজদিখান ফায়ার সার্ভিস এয়ার হাউস কর্মকর্তা বাদল রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) কৃষ্ণকুমার বলেন, বাসটি দুপুরে টোলপ্লাজায় বুথে পৌঁছে বুথে টোল দেয়ার সময় হঠাৎ বাসে অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক ধারণা করা হচ্ছে বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।