ইখতিয়ার উদ্দিন আজাদ,নওগাঁ প্রতিনিধি: ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নওগাঁয় সরিষা ভর্তি ভটভটি উল্টে চালক আলমগীর হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার সাপাহার উপজেলায় আন্ধারদীঘী গ্রামে।
নিহত আলমগীর হোসেন হাঁপানিয়া আন্ধার দিঘী গ্রামের জমশেদ আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় আলমগীর তার ভুটভুটি নিয়ে সীমান্ত সংলগ্ন চকচকির মাঠ থেকে সরিষা বোঝাই করে বাড়ি ফিরছিলেন। পথে তার চলন্ত ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় আলমগীর সরিষা বোঝায় ভুটভুটির নিচে চাপা পড়েন।
পরে উল্টে যাওয়া ভুটভুটির নিচে চাপা পড়া অবস্থায় আলমগীরকে স্থানীয় কৃষকরা উদ্ধার করেন। সেসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়।
উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাপাহার থানা ওসি।