বিবিধ

নওগাঁর পত্নীতলায় ষাঁড়,খাদ্য ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত

  ইখতিয়ার উদ্দিন আজাদ,নওগাঁ প্রতিনিধি: ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

oplus_0

নওগাঁর পত্নীতলায় জীবন মানোন্নায়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ষাঁড়, দানাদার খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৭ জন সুফলভোগীদের মাঝে একটি করে ষাঁড়, দুইটি ভিটামিন পট, পাঁচটি ঢেউ টিন, ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, আদিবাসী সভাপতি শ্রী সুবত উরাও প্রমুখ।