কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি: ৩ নভেম্বর ২০২৪ , ৬:৩৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
উত্তরের বাতিঘর খ্যাত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে।বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের থেকেও নবীনদের আগমন যেন উজ্জ্বলতাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে অরিয়েন্টেশনের মাধ্যমে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়টি।
সকাল থেকেই নবীন শিক্ষার্থীদের আগমন দেখা যায় নিজ নিজ বিভাগের সামনে।
কেন্দ্রীয় অরিয়েন্টেশন না থাকায়, নিজ নিজ বিভাগে অরিয়েন্টেশনের আয়োজন করেন শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন জীবনে নিজ বিভাগ হতে অরিয়েন্টেশন পেয়ে খুশি নবীন এই শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন শেষে অনুভূতি জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৬ তম ব্যাচের নবীন শিক্ষার্থী মো. সাদিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের সূচনা ছিল অসাধারণ। পরিবারকে ছেড়ে নতুন শহরে এসে অন্য রকম এক অনুভূতি কাজ করছিলো। কিন্তু অরিয়েন্টেশনে স্যারদের দেয়া উপদেশগুলো এবং বড় ভাই আপুদের স্নেহ যেন পরিবারের শূন্যতাকে ভুলিয়ে দিলো। সবার ভালোবাসা পেয়ে আমরা নবীনরা আসলেই অনেক আনন্দিত।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরও একজন নবীন শিক্ষার্থী মোঃ মুরাদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটি আমার জীবনের একটি আনন্দময় দিন ছিল। পরিবারকে ছেড়ে নতুন শহরে এসে খুবই মর্মাহত ছিলাম। তবে ডিপার্টমেন্টের স্যারদের উপদেশগুলো ও সিনিয়র ভাইদের ভালোবাসা আমাকে প্রফুল্লমন্ডীতো করেছে। নবীনদের বরণ করার জন্য বড় ভাই ও বোনেরা যে আয়োজন করেছিল তা খুবই চমৎকার ছিল আমাদের জন্য। তাদের আয়োজন ও ভালোবাসা পেয়ে আমরা নবীনরা আসলেই অনেক অনেক আনন্দিত।
এদিকে নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র্যাগিং এর শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিক জানানোর আহ্বান জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিভাগ ও আবাসিক হলে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। সেখানে যে কোনো অভিযোগ লিখিতভাবে জানাতে পারবে শিক্ষার্থীরা।