ডেস্ক নিউজ ৩০ ডিসেম্বর ২০২৪ , ৯:৪০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
হিমেল বাতাসে শীতের দাপট বেড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের। এতে স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় যা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাস আর কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে এ জেলায়। তবে গতকালের তুলনায় তাপমাত্রা ২.৫ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। সোমবার সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ ছিল, যা গতকাল রবিবার ১২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।