মুন্সীগঞ্জ প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৩ , ৪:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
পদ্মানদীর ঢাকার দোহারের অংশে গরুর ট্রলাডুবিতে মুন্সীগঞ্জের শ্রীনগরের মামা মনির মাদবর(৪০) ও ভাগিনা ফয়সাল আহম্মেদ সিয়াম(১৪) নামে ২জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার ভোর ৬টার দিকে দোহারের মেঘলা এলাকায় পদ্মানদীর অংশে এই নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া মামা-ভাগিনাকে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।
নিখোঁজ মামা মনির মাদবর শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের জাহানাবাদ এলাকার মতলেব মাদবরের ছেলে এবং তার ভাগিনা জসিমের ছেলে ফয়সাল আহম্মেদ সিয়াম।
প্রত্যক্ষদর্শী নিখোঁজ মনির মাদবরের ভগ্নিপতি সিদ্দিক মাদবর জানান, গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে আমিসহ আমার শ্যালক মনির মাদবর ও ভায়রার ছেলে সিয়ামকে নিয়ে ফরিদপুরের শিবচর উপজেলার টেপাখোলা হাটে যাই এবং বিকেল ৩টার দিকের গরু ক্রয় করে ঘাটে এনে একটি ঘরে বেধেঁ রাখি। রাত আড়াইটার দিকে আমি, মনির, সিয়ামসহ আরো ৪০/৪২ জন ৬৩টি গরু নিয়ে এই পাড়ে আসার উদ্দেশ্য ট্রলারে উঠি। ভোর ৬টার দিকে মেঘুলা ঘাটের ১শত হাত কাছাকাছি অবস্থান করাকালে হঠাৎ ট্রলারের তলি ফেটে ট্রলারটি পানিতে তলিয়ে যায়। তখন আমি সাতঁরে তীরে উঠে আসি। এসময় তথায় থাকা কয়েকজন জেলে ট্রলারে গিয়ে গরুর রশি কেটে দেয়ায় ১৭টি গরু জীবিত উদ্ধার করা হয়। আমি তীরে এসে মনির ও সিয়াম অনেক খোঁজাখুঁজি করে তাদের পায়নি। পরে আমার নিজ বাড়িতে সংবাদ দেই। বর্তমানে আমার শ্যালক মনির মাদবর ও ভাগিনা ফয়সাল আহম্মেদ সিয়ামকে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছি।