uadmin ৪ নভেম্বর ২০২৩ , ৩:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ নারী দলের সামনে এবার ওয়ানডে মিশন। তবে আইসিসি ওম্যানস চ্যাম্পিয়নশিপের এ সিরিজের শুরুটা ভালো হলো না টাইগ্রেসদের। টাইগ্রেসদের বড় ব্যবধানের হার উপহার দিয়েছে সফরকারীরা।
শনিবার (৪ নভেম্বর) হোম অব ক্রিকেট মিরপুর শেরে-এ বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সফরকারীদের স্পিন ঘূর্ণিতে ইংনিসের ৩২তম ওভারে মাত্র ৮১ রানেই অল-আউট হয়ে যায় স্বাগতিকরা। অল্প পুঁজি তাড়া করতে নেমে ৫ উইকেট ও ১৫১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান নারী দল।
৮২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। দলীয় ২৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তবে সেখান থেকে দলের হাল ধরেন নিদা দার।
এরপর ইনিংসের ১৪তম ওভারে মুনিবাকে ফিরিয়ে আবারও ম্যাচে ফেরে টাইগ্রেসরা। দলীয় ৪২ রানে চতুর্থ উইকেট হারালে আবারও কিছুটা চাপে পড়ে বিসমাহ মারুফরা। তবে অধিনায়ক নিদা দারের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই চাপ সামলে নেয় সফরকারীরা। দলের জয় থেকে ১২ রান দূরে থাকতে আলিয়া ফিরলেও সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
নিদা দারের ৫৯ বলে ৩৫ রানের ইনিংসে ১৫১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে সফরকারীরা। এ জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে লাল-সবুজেরা। ইনিংসের অষ্টম ওভারে সাদিয়া ইকবালের ঘূর্ণির ফাঁদে পড়েন ওপেনার শামিমা সুলতানা। দলীয় ১৪ রানে প্রথম উইকেট পতনের পর প্রথম পাওয়ার প্লেতে আরও দুই উইকেট হারায় টাইগ্রেসরা। প্রথম ১০ ওভারে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় জ্যোতিরা।চতুর্থ উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক জ্যোতি ও স্বর্ণা। তবে এ জুটি থেকে আসে মোটের ওপর ১০ রান। সাদিয়ার বলে লেগ বি-ফোরের ফাঁদে পড়ে ইনিংসের ১৪তম ওভারে ব্যক্তিগত ২ রান করে সাজঘরে ফেরেন স্বর্ণা।
এরপর ক্রিজে থিতু হতে যাওয়া জ্যোতিকে ১৩ রানে প্যাভিলিয়নে ফেরান পাকিস্তান অধিনায়ক। ডানহাতি এ স্পিনারের ঘূর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন টাইগ্রেস অধিনায়ক।
দলীয় ৪৭ রানে অধিনায়ক ফিরলে বাকি সময়ে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন অন্য ব্যাটাররা। শেষ পর্যন্ত ৩১ দশপমিক ৫ ওভারে সফরকারীদের স্পিনারদের ঘূর্ণিতে ৮১ রানে গুটিয়ে যায় লাল-সবুজেরা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন সাদিয়া। তিনটি করে উইকেট নেন নিদা ও উম্মে হানি।