uadmin ১৮ অক্টোবর ২০২৩ , ২:১৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। আগামী ২৫, ২৭ ও ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচগুলো।
বুধবার (১৮ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে আসন্ন এই সিরিজের জন্য টাইগ্রেস দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই ১৫ সদস্যের এই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ঘোষিত এই দলে নেই বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। জাতীয় দলের জার্সিতে লম্বা সময় ধরেই দলের বাইরে থাকা জাহানারা চলতি বছরের মে’তে সর্বশেষ ম্যাচ খেলেন।
অন্যদিকে, সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ায় দলে সুযোগ মেলেনি অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুনের। শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র একটি উইকেট শিকার করেছেন তিনি।
বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, শর্না আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার, রাবেয়া সুলতানা, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষা ও সাথী রানী।