সারাদেশ

পাটগ্রামে বিএনপির মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

  হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট ১৬ নভেম্বর ২০২৩ , ৪:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বিএনপির পঞ্চম দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনের, এই প্রথম বারের মতো লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৮ টা থেকে বুড়িমারী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

জানা যায়, সকাল থেকেই বুড়িমারী ইউনিয়ান বিএনপির সাধারন সম্পাদক এ.এস.এম নাহিদের নেতৃত্বে অবরোধের সমর্থনে বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মহাসড়কের বাজার এলাকায় অবস্থান নেন। ফাঁকা মহাসড়ক অবরোধ করে নেতা-কর্মীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দাবি করে সকাল সাড়ে নয়টার দিকে অবরোধের সমর্থনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এতে এ.এস.এম নাহিদ ছাড়াও আরো উপস্তিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ অর্থবিষয়ক সম্পাদক হাসিকুল ইসলাম প্রধান, সেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহবায়ক নুর আলম সিদ্দিক, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আয়নাল হক, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য-সচিব হারুন অর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভির হাসান শাওন সহ প্রমুখ।