সারাদেশ

পিঠা উৎসব অন্যমাত্রা এনে দিলো বসন্তকে

  ঝিনাইদহ প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ভালোবাসা দিবস এনে দিল ফাল্গুনের আলাদা রকমের ভালোবাসা।চারিদিকে চলছে বসন্তবরণ ও পিঠা মেলা।ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমীতে নানা আয়োজনের মধ্যদিয়ে হয়েগেল বসন্তবরণ ও পিঠা উৎসব।

ফাগুনের আগমনকে আরো রঙ্গিণ করে তুলেছে পিঠা উৎসব।নাগরীক জীবনের ব্যাস্ততায় ভুলতে বসেছে গ্রামীন সব পিঠা-পুলিকে।তাই এই ঐতিহ্যকে ধরে রাখতে এই ভিন্ন ধর্মী আয়োজন।২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর পহেলা ফাল্গুনে বসন্তবরণ ও পিঠা উৎসব করেছ আসছে মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী।তবে এবছর পহেলা ফাল্গুনে স্বরশতী পূজা থাকায় আজ আনুষ্ঠানিকভাবে পালন করছে এ উৎসবটি।

এ উপলক্ষে পিঠামেলায় ভাপা পিঠা,গোলাপ পিঠা,পাটি সাপ্টা সহ নানন রকমের পিঠা স্থান পেয়েছে।বসন্তকে বরণ করে নিতে সংগীতানুষ্ঠান আনন্দমুখর করে রাখে পুরো শিক্ষাংগন।

আগামী দিনে হানাহানী ভুলে পৃথিবী হোক শান্তীময়,ভরে উঠুক ভালোবাসায় এটাই প্রত্যাশা ঝিনাইদহবাসীর।